রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

চার্জার ভ্যানে বিশেষ কায়দায় মাদক পরিবহন, গ্রেফতার দুই


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২২ ২২:৩৪

আপডেট:
২০ নভেম্বর ২০২২ ০৩:১৯

ছবি: গ্রেফতার আসামিরা

রাজশাহীতে ব্যাটারিচালিত ভ্যানে বিশেষ কায়দায় ফেন্সিডিলি পরিবহনের সময় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ৬২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর ওই দল। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত গভীর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি চার্জার ভ্যান, দুইটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

অভিযানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের অপর এক সদস্য পালিয়ে যায়। শনিবার (১৯ নভেম্বর) ভোরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেফতার মাদক কারবারিরা- রাজশাহীর পবা উপজেলার বাখরাবাজ দক্ষিণপাড়ার মৃত আবু দাউদ আলীর ছেলে রাজিব আলী ওরফে রাজিব (৩৮) ও মাসকাটা দিঘীর মৃত সিরাজ মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল ওরফে আলাল (৫৫)। এ ঘটনায় পলাতক সজিব ওরফে আকাশ (৩৬) চারঘাট উপজেলার গোবিন্দপুরের বাসিন্দা।

র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চারঘাট উপজেলার ইউসূফপুর থেকে চার্জার ভ্যানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে কাটাখালীর দিকে আসছে।

খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে ইউসূফপুর পশ্চিম পাড়া এলাকায় র‍্যাবের ওই দল পৌঁছামাত্রই ৩ মাদক কারবারি কৌশলে তাদের ভ্যান ফেলে কাছে থাকা ৩টি প্লাস্টিকের বস্তাসহ পালানোর চেষ্টা করে। এসময় ২টি প্লাষ্টিকের বস্তাসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরজন তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত তিনটি বস্তা থেকে মোট ৬২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কৌশলে রাজশাহীর চারঘাটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে কাটাখালীর দিকে নিয়ে আসছিল বলেও জানায় তারা।

এ ঘটনায় নগরীর কাটাখালি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানিয়েছে র‍্যাবের মিডিয়া সেল।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top