রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০৫:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৪

সংগৃহিত

রাজশাহী মহানগরীতে ১ হাজার ২০০ পিচ ইয়াবাসহ রাসেল (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে র‍্যাব-৫ এর একটি দল নগরীর দামকুড়া থানার আলীমগঞ্জ থেকে এসব উদ্ধার করে।

গ্রেফতার ওই যুবক নগরীর শাহমখদুম থানার কূলপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আজ বিকেলে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে নগরীর আলীমগঞ্জের ন্যাশনাল ফিলিং স্টেশন এলাকায় মাদকসহ এক ব্যক্তি অবস্থান করছেন।

খবর পাওয়া মাত্র র‍্যাবের ওই দল মঙ্গলবার দুপুর ৩টার দিকে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি রাসেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, জব্দকৃত ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট নগরীর দামকুড়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলো।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরপি/ এসএইচ ০৪

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top