রাজশাহী বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১৩ই চৈত্র ১৪৩১

রাজশাহীর সাথে নৌ-ট্রেন চালু করতে আন্তরিক ভারত


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ০৭:৫৮

আপডেট:
২৫ জুলাই ২০২২ ০৭:৫৮

ছবি: সংগৃহিত

রাজশাহীর সাথে নৌরুট ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে ভারত সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ রোববার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা কাল: রাবির সার্বিক প্রস্তুতি সম্পন্ন

ভারতীয় হাইকমিশনার বলেন, রাজশাহীর সাথে ভারতের নৌরুট চালু ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। এসব চালু হলে উভয় দেশই লাভবান হবে।

আরও পড়ুন: ‘পুষ্টি পাওয়া যায় মাছ থেকে মাংস থেকে নয়'

রাজশাহী ক্লিন সিটি ও গ্রিন সিটি উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ইতোমধ্যে সারাদেশে রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছে। রাজশাহীতে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন: চলতি অর্থবছরজুড়েই চাপে থাকবে বিদেশি মুদ্রার রিজার্ভ

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে রাজশাহী দিয়ে আরিচা হয়ে মালামাল ঢাকা পর্যন্ত নেওয়া যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি এসব বিষয়ে সম্মত হয়েছেন। তার সরকারকে এটি অবহিত করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মেয়র বলেন, আমাদের সীমান্তবর্তী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় যেসব মানুষ বসবাস করেন, তারা যাতে মাদক ব্যবসাসহ অন্য কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে পারস্পারিক সৌহার্দ্যপূণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এর সুফল রাজশাহীবাসী তথা রাজশাহী বিভাগ ও দেশের মানুষ পাবে।

আরও পড়ুন: ফের আকর্ষিত করা হচ্ছে ইনস্টাগ্রামের রিলস

এর আগে রাসিক ভবনে মেয়রের দফতরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনারের হাতে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাসিক মেয়র।

এর আগে ভারতীয় হাইকমিশনারের আগমনে নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। পরে নৃত্য ও গানের তালে তালে বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সিটি কর্পোশেনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top