রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

পৌনে ৪ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
২৩ মে ২০২২ ০৯:১১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১১:২২

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীর গোদাগাড়ীতে বিক্রির জন্য অপেক্ষারত এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় পৌনে ৪ লাখ টাকা সমমূল্যের ৩৭৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

রোববার (২২ মে) দুপুরে র‌্যাব-৫ এর একটি দল উপজেলার বিজয়নগর গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃত আবু সাঈদ ওরফে হেলেন (২২) গোদাগাড়ীর প্রেমতলী কাঠালবাড়ীয়া এলাকার মৃত হেলাল উদ্দীনের ছেলে। গ্রেফতারকালে দুইটি মোবাইল ফোন, চারটি সীম কার্ড ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার দুপুরে জানতে পারে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক এলাকায় এক মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। দুপুর পৌনে ২টার দিকে ওই দল ঘটনাস্থলে পৌঁছানোমাত্রই আসামী আবু সাঈদ পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের অফিসার ও তার সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।

গ্রেফতার আসামীকে গোদাগাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top