বাঘায় ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার এক

রাজশাহীর বাঘায় ১ হাজার পিচ ইয়াবাসহ নাজির মোল্লা (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) ভোর ৪টায় উপজেলার পারসওতা বিনোদপুর এলাকা থেকে ১ হাজার পিচ ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয় তাকে। নাজির মোল্লা উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামে মো. জাফর মোল্লার ছেলে।
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় এসআই শাহ্আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নাজির মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: