রাজশাহীতে ৫ শতাধিক ইয়াবাসহ গ্রেফতার যুবক

রাজশাহীতে ৫ হাজার ২৮০ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তাঁর নাম আল-আমিন (২৫)। খুলনার লবণচোরা থানার রহমানিয়া মহল্লায় তাঁর বাড়ি। র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজার থেকে তাঁকে গ্রেফতার করে।
র্যাব-৫ এর নাটোরের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়। মেজর সানরিয়া চৌধুরী জানান, ইয়াবার চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল-আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন র্যাবকে জানিয়েছেন, তিনি ইয়াবা বিক্রির জন্য নিজের কাছে রেখেছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি মাদকের কারবারে জড়িত। তাঁর কাছ থেকে জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ ৮৪ হাজার টাকা। এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরপি/এসআর-০৮
আপনার মূল্যবান মতামত দিন: