রাজশাহীতে ভূয়া ডাক্তার গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেনটাডল ও যৌন উত্তেজক ক্যাপসুলসহ আব্দুর রাকিব (৫০) নামে এক ভূয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (৮ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবের বাড়ি পুঠিয়ার বিড়ালদহ এলাকায়। তিনি ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
র্যাব জানায়, রাকিব দীর্ঘদিন ধরে তার ওষুধের ফার্মেসিতে এমবিবিএস ডাক্তার সেজে সাধারণ লোকজনকে চিকিৎসা প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ করে আসছিল এবং গোপনে এলাকার মাদক সেবীদের মধ্যে বিক্রয় করছিল অন্যান্য মাদক জাতীয় ঔষধ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে।
এ সময় ৬১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ৩৬৬ পিচ যৌন উত্তেজক ক্যাপসুলসহ রাকিবকে গ্রেপ্তার করে আভিযানিক টিম। জব্দ করা হয় বিএমডিসি ও বিসিএমডিসির দুটি ভুয়া সার্টিফিকেট, এক বক্স ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন, সীমকার্ড, মেমোরিকার্ড ও প্রেসক্রিপশন প্যাড। অভিযানে ধরা পড়েন মাদক ব্যবসায়ী ফজলে রাব্বী।
গ্রেপ্তারকৃত ভূয়া ডাক্তার ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
আরপি/আআ
বিষয়: রাজশাহী গ্রেপ্তার ভূয়া ডাক্তার অভিযান র্যাব
আপনার মূল্যবান মতামত দিন: