রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

বাঘায় ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার


প্রকাশিত:
১ জুলাই ২০২১ ২৩:৫৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:২৬

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় ১০ হাজার পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মাহাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন, মনিগ্রাম গ্রামের কালু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল ও হরিরামপুর গ্রামের মাসুদ আলীর ছেলে উকিল আলী বুধবার দুপুরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিচ ইয়াবা ও ১০ বোতল ফেন্সিডিল নিয়ে মনিগ্রাম বাজারের দিকে আসছিল। এ সময় বিজিবি’র উপস্থিত টের পেয়ে তারা হরিরামপুর এলাকায় ইয়াবা ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে এগুলো উদ্ধার করা হয়। পরে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েক আহাদ আলী বাদি হয়ে ওই তিনজনের নামে থানায় মামলা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা করেছেন বিজিবি।

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top