রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মোহনপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ১৯:৫৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৬:০২

ছবি: সাইকেল বিতরণ

রাজশাহীর মোহনপুরে জিপিএ -৫ প্রাপ্ত ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।রোববার সকাল ১১টার সময় উপজেলা চত্বরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গণি প্রমূখ।

শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top