রাজশাহী শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২১শে পৌষ ১৪৩২

বাগমারায় মাদকসহ আটক দুই


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০১৯ ০৫:৪৬

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ০৭:৪৫

প্রতীকি ছবি

রাজশাহীর বাগমারায় থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।আটককৃতরা হলো, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুক কৌড় গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মিলন রহমান (২৬) ও ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার মৃত-সমসের আলীর ছেলে বাচ্চু সরকার (৩৪)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মচমইল বাজারে অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিলন রহমানকে গ্রেপ্তার করে।

অন্যদিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত মাদক গাঁজাসহ বাচ্চু সরকারকে গ্রেপ্তার করে। পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top