শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর জিরোপয়ন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ড.আমিরুল ইসলাম কনকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক হোসেন আলী, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুদ হাসান, রাকসু আন্দোলনের সভাপতি আব্দুল মজিদ অন্তর,সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা,রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান,রাজশাহী মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব শুভ প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শুধুমাত্র শিক্ষারর্থীরাই না দেশের বিভিন্ন শ্রেণীর মানুষেরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা চাই অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। উক্ত মানববন্ধনে শিক্ষক,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরপি/ এসআই-৭
আপনার মূল্যবান মতামত দিন: