রাজশাহী বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৫ই কার্তিক ১৪৩২


৯ বছরের শিশুছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক আটক


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২০ ০৮:২৪

আপডেট:
২৮ জানুয়ারী ২০২০ ০৮:৪১

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ করার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে মাদ্রাসার ছুটির পর কৌশলে নয় বছর বয়সী শিশু ছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক বলে জানান ওসি।

সোমবার দুপুরে ধামাইনগর বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার।

গ্রেপ্তারকৃত রায়গঞ্জের শালিয়া গাড়ী আল-মদিনা মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান (৩৫) তাড়াশ উপজেলার শাকমান গ্রামের আব্দুল জলিলের ছেলে।

“শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।”

রোববার বিকালে ওই নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top