সাঈদীকে নিয়ে ফেসবুকে কবিতা পোস্ট, আ.লীগ নেতা বহিষ্কার
সাঈদীকে নিয়ে কবিতা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে মো. আব্দুল কুদ্দুসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে নিজের ফেইসবুক আইডি থেকে কবিতা পোস্ট করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: নজরুল এখনও বাঙালির জীবনে প্রাসঙ্গিক: কাদের
শনিবার (২৬ আগস্ট) এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কারের কথা জানানো হয়।
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি জানান, যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুতে নিজ ফেইসবুক আইডি থেকে কবিতা পোস্ট করে শোক প্রকাশ করেন আব্দুল কুদ্দুস। ওই পোস্ট দিয়ে তিনি দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন। দলীয় কার্যালয়ে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ বরাবর পত্র পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৫
বিষয়: বহিষ্কার আওয়ামী লীগ
আপনার মূল্যবান মতামত দিন: