রাজশাহী কলেজ ছাত্রলীগের সাপ্তাহিক প্রচার মিছিল
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ক্যাম্পাসে সাপ্তাহিক প্রচার মিছিল করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী।
সোমবার দুপুর ১২ টার দিকে মিছিলটি মুসলিম হোস্টেল গেট থেকে বের হয়ে ক্যাম্পাস চত্বর প্রদক্ষিন করে রবীন্দ্র-নজরুল চত্বরে শেষ হয়।
মিছিল শেষে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈম।
সারাদেশে সরকারবিরোধী কুচক্র মহলের আন্দোলন ও সরকার কে নিয়ে নানা ধরনের কটুক্তি করায় স্বাধীনতা বিরোধী মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান দিতে মিছিলের আয়োজন করা হয় বলে জানায় কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগ সহ-সভাপতি বাহাদুর আলী, যুগ্ম সম্পাদক রাসিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব, রবিউল ইসলাম রবিন, সার্জিল আরিফ রক্তিম, সাংগঠনিক সম্পাদক রতন মাহাবুব মানিক, নূর হাসান রিংকু, আসলাম হোসেন টিপু, আল ওয়াসিউল মামুন, প্রচার সম্পাদক রাশেদুল করিম রোজেল ও দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদসহ হোস্টেল শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরপি/ এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: