রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


খুকির খোঁজ নিলেন ডাবলু সরকার


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২০ ০৫:১৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৫

ছবি: সংগৃহীত

পত্রিকা বিক্রেতা আফরোজ খুকি’র সার্বিক খোঁজ খবর নিতে দেখা করতে যান রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী শিরোইল মোল্লা মিল এলাকার বাসিন্দা খুকি’র সাথে সশরীরে তার বাসায় গিয়ে দেখা করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ডাবলু সরকারের কাছে তার সান্ধ্যকালীন পছন্দের খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খাবার আনিয়ে তার হাতে তুলে দেন এবং তাকে তাৎক্ষনিক ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

ডাবলু সরকার খুকির সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দকে দায়িত্ব অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি সহ ওয়ার্ড আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য যে, বিভিন্ন সামাজিক যোগযোগ ও গণমাধ্যমে খুকির খবর প্রকাশিত হওয়ার পর পরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বিক দায়িত্ব গ্রহন করেন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top