রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত:
২৮ জুলাই ২০২০ ০২:০৭

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৫২

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: সংবাদদাতা

দিনাজপুরে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়েই পালিত হয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ সোমবার জেলা শাখার কর্মসূচির অংশ হিসেবে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, কোভিড-১৯ প্রতিরোধে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও মিলাদ মাহফিল।

জেলা শাখা ছাড়াও শহরের অন্যান্য ইউনিট এ কর্মসূচী স্বতঃস্ফূর্তভাবে পালন করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, সহ-সভাপতি সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিনসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতা-কর্মীদের পাশাপাশি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।

সবশেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

আরপি/আআ-২০



আপনার মূল্যবান মতামত দিন:

Top