রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


জাতীয় পার্টি

কাউন্সিল পর্যন্ত চেয়ারম্যান জিএম কাদের


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৯

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানিয়েছেন, রওশন এরশাদ সংসদের বিরোধী দলের নেতা এবং কাউন্সিল পর্যন্ত জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

মহাসচিব আরও জানান, দলের চেয়ারম্যানের সাথে বসে রংপুর-৩ আসনে প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের পক্ষের নেতারা দীর্ঘ বৈঠক শেষে সমঝোতায় উপনীত হন।

বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় কাউন্সিলে দলের নেতৃত্ব ঠিক হবে।
এবং বেগম রওশন এরশাদ আবারো বিরোধী নেতা হচ্ছেন। আর আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের।
ওই বৈঠকে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উভয়পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করেন।

বৈঠকে রওশন পন্থীনেতাদের মধ্যে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম ও এস এম ফয়সল চিশতী। আর জিএম কাদেরপন্থী নেতাদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়্যদ আবু হোসেন বাবলা ও লে. জে. (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top