রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


এরশাদের রংপুর-৩ আসন

৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮

আপডেট:
২ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৯

নির্বাচন কমিশন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হয়েছে রংপুর-৩ আসন। এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ওই আসনের সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

মনোনয়নপত্র দাখিল করা যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। রোববার এ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এ তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বলেন, শূন্য আসনটিতে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top