রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহী জেলা সাবেক সৈনিকলীগ নেতা ফেনসিডিলসহ আটক


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০৩:৪১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৩১

রাজশাহী জেলা সৈনিকলীগের সাবেক সভাপতি রনি

রাজশাহীর মোহনপুরে ফেনসিডিলসহ রাজশাহী জেলা সৈনিকলীগের সাবেক সভাপতি রনি উজজামান ওরফে জিমি কাটার রনি (৩৮) আটক করা হয়েছে। জিমি কাটার রনি ধুরইল পাকুড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে।

সোমবার বিকাল ৫ টার দিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 

গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধুরইল ইউনিয়নের পাকুড়িয়া বিলে পাকারাস্তার উপর তার দেহ তল্লাশী করে ১ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি ও জাহিদ বিন কাশেম।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ভ্রাম্যমান আদালতে জেল হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top