রাজনীতি
শর্তসাপেক্ষে র্যালির মৌখিক অনুমতি পেল বিএনপি

শর্তসাপেক্ষে আগামী ২ সেপ্টেম্বর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির মৌখিক অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে পূর্বঘোষিত র্যালির অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
কার্যালয় থেকে বের হয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জাগো নিউজের বরাত দিয়ে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র্যালির অনুমতি চাইতে আমরা দুপুরে ডিএমপি কার্যালয়ে যাই। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন আমাদের দুপুর ২টা থেকে র্যালি শুরুর মৌখিক অনুমতি দিয়েছেন।
সালাম বলেন, একটি শর্ত দিয়েছেন আমাদের সেটা হলো- চারটার মধ্যে র্যালি শেষ করতে হবে। আমরা সাড়ে চারটার কথা বলেছি।
আর পি/ এম আই
আপনার মূল্যবান মতামত দিন: