রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা পেলেন যারা


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৮

আপডেট:
১৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৭

 

সংসদীয় পাঁচটি আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উন্মে কুলসুম, বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম মিলন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোনো কোনো আসনের সাংসদদের পরলোক গমন আবার কোথাও সংসদ সদস্য পদ ত্যাগের কারণে ওই আসনগুলো শুন্য হয়ে যায়। তারপরই আসনগুলোতে উপ-নির্বাচনের ঘোষণা আসে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top