রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


করবেন সেই চুরিই তাহলে এতো হাকডাক কেন?


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২০ ২০:৫৬

আপডেট:
১৬ জানুয়ারী ২০২০ ২১:৩৩

ছবি: সংগৃহীত

আসন্ন দুই সিটির নির্বাচন নিয়ে সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ঢাকার দুই সিটির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এরইমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ।

বুধবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ভোটের ডামাডোল দেখলে হাসি পায়। করবেন সেই চুরিই। তাহলে এতো পোস্টার, মাইকিং, হাকডাক কেন? কেন আমাদের সঙ্গে এসব মশকড়া!’

একই সময়ে আরও একটি স্ট্যাটাস দেন ঢাবির এই অধ্যাপক।

আসিফ নজরুল লেখেন, ‘আমি আওয়ামী লীগের বর্তমান আমলের চরম সমালোচক। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, উনার প্রতি অসীম এক কৃতজ্ঞতা অনুভব করি।’

তিনি বলেন, ‘যারা মনে করেন এদুটো জিনিস একসঙ্গে সম্ভব না তারা হয় অজ্ঞ না হয় জ্ঞানপাপী।’

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভালোবাসা নতুন না, উনাকে নিয়ে আমি বিএনপির চরম প্রতাপের আমলেই লিখেছি। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লিখেছি আওয়ামী লীগের একচ্ছত্র আমলে।

ঢাবির এ অধ্যাপক আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিরাট একটা লেখা লিখব আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় না থাকলে। আমার জীবিতকালে এটা অবশ্য হবে কিনা আমি জানি না।’

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top