প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশন’র মোমবাতি প্রজ্জ্বলন

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর শাখা। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর ভুবনমোহন পার্কে ‘ভোটাধিকার ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হোন’ এবং ‘সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই’ আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় নেতা উৎসব মোসাদ্দেক, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সম্পাদক জিন্নাত আরা এবং সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সকল সংগ্রামী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ৩৫ বছরের পথচলায় যেসকল নেতাকর্মীরা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন তাদের অবদান স্বরণ করা হয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফেডারেশনকে বিভিন্নভাবে সহযোগিতা, সমর্থন করেছেন তাঁদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করে বক্তব্য দেন মহানগর শাখার সম্পাদক জিন্নাত আরা সুমু।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: