চাপে পড়েই মনোনয়ন প্রত্যাহার করলেন চিশতী

অনেকটা চাপে পড়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন চিশতী। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করতে এসে তিনি একথা জানান।
সাজ্জাদ হোসেন চিশতী বলেন, আমাদের ওয়ার্ডের আওয়ামী লীগ থেকে ১৫ জন প্রার্থী হয়েছিল। ১৪ জন প্রার্থী বসে সিদ্ধান্ত নেয় আমাকে মনোনয়ন দেয়ার।
এজন্য তারা কেন্দ্রের কাছে সুপারিশ করে। কিন্তু কেন্দ্র থেকে আমাদের এই সুপারিশ মানা হয়নি। এরপরেও আমি চেয়েছিলাম স্বতন্ত্র থেকে নির্বাচন করবো। সেটিও সম্ভব হচ্ছে না। অনেকটা চাপে পড়েই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
‘কী ধরনের চাপের কারণে সরে দাঁড়াচ্ছেন?’ জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবে না। তবে চাপ একটু আছে। এজন্যই সরে গেলাম।
আরপি/ এমএএইচ
বিষয়: চিশতী মনোনয়ন প্রত্যাহার চাপে পড়ে
আপনার মূল্যবান মতামত দিন: