রাজশাহীতে যুবদল নেতাকে ছুরিকাঘাত

রাজশাহী মহানগর যুবদলের পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক বাসিরুল ইসলামকে সন্ত্রাসীরা ছুরি দিয়ে আঘাত করে মারাত্বকভাবে আহত করে। আহত বাসিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার এ ঘটনাটি ঘটে।
আহতকে দেখতে হাসপাতালে যান রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন । রিটন বাসিরুলের দ্রুত সুস্থতা কামনা করেন ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এবিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটুসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: