রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


বিএনপির সামনে অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে: তারেক রহমান


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪ ১৯:১৪

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

ছবি: রাজশাহী পোস্ট

বিএনপির জন্য সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে দলটির এক কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব বলেন। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক দলগুলো দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচার হাসিনার পতন ঘটাতে সফল হয়েছে। বাংলাদেশের সৃষ্টির পরে সবচেয়ে বড় যে স্বৈরাচার ছিল তার পতন হয়েছে। তারা কৃষি, শিক্ষা, অর্থনীতি, বিচারব্যবস্থা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যসহ প্রত্যেকটা সেক্টরকে গত ১৫ বছরে ধ্বংস করে দিয়ে গেছে।

স্বৈরাচার শেখ হাসিনার পতন পরবর্তী সময়ের প্রেক্ষাপটে দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেকেই মনে করেন, আহা রে, সামনে তো নির্বাচনে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুল করবেন না। বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেয়াল আপনার জন্য অপেক্ষা করছে। যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। সব প্রত্যাশা এখনই পূরণ করতে পারবেন না। যদি ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করি, অনেকাংশেই সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। সেটির জন্য জনগণ যেন আপনার উপর আস্থা রাখে, ধৈর্য্য ধারণ করে সেভাবে সেই ভূমিকা আপনাকে পালন করতে হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির সকল শক্তি বা রাজনৈতিক ক্ষমতার উৎসই হচ্ছে জনগণ। আমরা একটি দায়িত্বশীল দলের ভূমিকা পালন করি। তারা তো বসে নেই। তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই মামলা তো উঠবেই না বরং জ্যামিতিক হারে মামলা হবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। নিজেকে যদি রক্ষা করতে হয় রাস্তা একটাই জনগণের আস্থা রক্ষা করা, এর বাহিরে কোনো উপায় নাই।

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ব্যাপক সমালোচনা করে প্রধান অতিথি বলেন, হাসিনা সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। এই নতুন অধ্যায়ের সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রের জনগণ। জনগণের রায়ের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে। রাজনীতি, জনগণ বা ইতিহাসের পাতায় যদি টিকে থাকতে চাই, এই দেশের জন্য জনগণ যা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এসময় রাষ্ট্র মেরামতের ৩১ দফা রাজশাহী বিভাগের আওতাধীন জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের মাধ্যমে সাধারণ জনগণের নিকট পৌঁছিয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, রাসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ডঃ মাহাদী আমিন, রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সকল জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top