রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহীতে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৯ ০৬:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৮

প্রতীকি ছবি

রাজশাহীতে  জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।


মঙ্গলবার বিকালে নগরীর সাহেববাজার এলাকার মসজিদ মিশন অ্যাকাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াত নেতাদের গোপন বৈঠক চলছে এমন তথ্যের ভিত্তিতে মসজিদ মিশন অ্যাকাডেমিতে অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সেখান থেকে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ জনসহ মোট ২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের পরিকল্পনা সম্পর্কে জানার জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে গোলাম রুহুল কুদ্দুস জানান।

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top