রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সন্দেশের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে আ.লীগ নেতা আসাদ


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ০০:৫৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৮:২৪

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী মহানগর জাসদের সহ-সভাপতি, ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক নেতা শাহরিয়ার রহমান সন্দেশের চিকিৎসার খোঁজ নিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে সন্দেশকে দেখতে আসাদ রাজশাহী ডায়াবেটিক সমিতি হাসপাতালে যান। এসময় তার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন আসাদ।

হাসপাতালে আওয়ামী লীগ নেতা আসাদের সাথে সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, কামরান ইয়ামিন, হাবিবুর রহমান বাবু, আব্দুর রাকিব, সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে শাহরিয়ার রহমান সন্দেশের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুলতানুল আবেদিন তিতাসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top