ছাত্রলীগে আট নতুন পদের সৃষ্টি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন আটটি সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পদগুলো সৃষ্টি করা হয়।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন করে সংযুক্ত পদগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক। তবে নতুন পদ যুক্ত হলেও কমিটির আকার পরিবর্তন হবে না।
গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির আকার ৩০১ সদস্য বিশিষ্ট। এতে সহ-সম্পাদক পদ ৪৭টি ও সদস্য পদ ১১টি।
আরপি/এসআর-০৪
বিষয়: বাংলাদেশ ছাত্রলীগ
আপনার মূল্যবান মতামত দিন: