রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


হঠাৎ অসুস্থতায় প্রাণ গেল নারী ভাইস চেয়ারম্যানের


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ০৬:২৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৬:০৪

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

হঠাৎ অসুস্থ হলে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

শনিবার (৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রাত সাড়ে ১০টায় বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণে জানাজা ও বাঘা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজিয়া আজিজ সরকার (৫৫) বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের মরহুম আবদুল আজিজ সরকারের স্ত্রী। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই নারী জনপ্রতিনিধি।

উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, আজ ৩টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।

রিজিয়া আজিজ সরকার তৃণমূল আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন। তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি জাতির পিতার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তার আত্মার মাগফিরাতও কামনা করেন উপজেলা চেয়ারম্যান।

 

আরপি/এসআর-০২


বিষয়: মৃত্যু


আপনার মূল্যবান মতামত দিন:

Top