রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কেউ না খেয়ে মারা গেছেন প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দিবেন কৃষিমন্ত্রী


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ০৫:০০

আপডেট:
৯ এপ্রিল ২০২৩ ০৫:০১

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে না খেয়ে কেউ মারা গেছে, এটি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে তিনি এ কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখে নাই। তারা বোঝাতে চায়, রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে; ‘বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল’, তারা মনবতার শত্রু-বাংলাদেশের শত্রু।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। ইভিএম ব্যবস্থা তুলে নেওয়ার পরও তারা তাতে সন্তুষ্ট নয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, নিরপেক্ষ নির্বাচনে হারলে তা মেনে নেবে আওয়ামী লীগ।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top