রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা ৪ ডিসেম্বর


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ২১:২৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৭

আওয়ামীলীগ

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।  দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ সভা আহ্বান করা হয়েছে। আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সহযোগীসহ মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা কমিটিসহ তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করতে বলা হয়েছে বলেও জানা যায়।

বুধবার জাতীয় কমিটির সভা আহ্বান সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে গণ্য করা হয়। সভায় সম্মেলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।

ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন । আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

আরপি/এমএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top