রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


রাজশাহীতে বর্তমান-সাবেক এমপি গ্রুপের সংঘর্ষ, আহত ৭


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩ ০৩:২২

আপডেট:
২৬ জানুয়ারী ২০২৩ ০৪:০৬

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় আওয়ামী লীগের অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কয়েক দফায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পুঠিয়ার বানেশ্বর বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে বর্তমান এমপি ডা. মনসুর রহমানের কয়েকজন অনুসারী বক্তব্য দেন।

এ নিয়ে খুটিপাড়া এলাকার সাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিস কালাম গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে আবারও বর্তমান-সাবেক এমপি গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত সাত নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, স্থানীয় আওয়ামী লীগের দুইটি গ্রুপ কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেন নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top