রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পুঠিয়ার দুই ইউনিয়নেই নৌকার প্রার্থীর বিজয়


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২২ ১১:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:০৭

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবকটিতেই নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা বিজয়ী হোন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন—শিলমাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছি ইউনিয়নের জিল্লুর রহমান।

নির্বাচন অফিস জানায়, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট।

এছাড়াও ভালুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জিল্লুর রহমান নৌকা প্রতীকে ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top