রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেই ব্যবস্থা: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২২ ০৬:৪৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:০৪

ছবি: রাজশাহী পোস্ট

জামায়াত-শিবির বলে কথা নেই, যারাই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২১ ডিসেম্বর) রাজশাহীর বাঘায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রাজশাহীর বাঘা উপজেলা আনসার ও ভিডিপির মডেল উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বাঘা ও তানোর উপজেলা আনসার ও ভিডিপির মডেল কার্যালয় উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই অবস্থায় আছে। যারা দায়িত্বে আছে তারা সবাই বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। রাজনীতির বাইরে কেউ কিছু করলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-২ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম ও সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুমান মিতা।

চলতি বছরের ১৮ মে বাঘা উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ২০০ বর্গফুট ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী বিভাগের আনসার-ভিডিপির উপমহাপরিচালক কামরুন নাহার। ৮০ লাখ ৭০ হাজার ১৬৫ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটির নির্মাণ কাজ শেষ হয়।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top