ঘোড়াঘাটে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বাদশাকে সংবধর্না
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পৃথক পৃথক স্থানে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপজেলা ছাত্রদলের আয়োজনে রানীগঞ্জ বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল হাকিম দুলু, ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ঘোড়াঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা সোহেল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।
একই দিনে পৌর ছাত্রদলের আয়োজনে পৌরসভার খেতাব মোড়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ও বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, যুগ্মসাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-মামুন সরকার, পৌর যুবদলের সদস্য সচিব সজিব কবির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাঈম খান নিরব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজবী আহম্মেদ রকি, সদস্য সচিব ইফতারুল ইসলাম ধলু সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে দিনাজপুর-৬ আসেন ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে উপজেলার সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরপি/ এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: