রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মাথাব্যথা কেন কূটনীতিকদের: কাদের


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ০৫:৫৮

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ২২:৪৫

ছবি: সংগৃহীত

বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এত মাথা কেন ঘামায় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মাথা না ঘামিয়ে নিজ দেশের গণতন্ত্র দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? নিজেদের দেশের আয়নায়, নিজেদের গণতন্ত্রের চেহারা দেখুন। তার আগে বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে আসবেন না। আমরা সম্পূর্ণ ত্রুটিমুক্ত- একথা আমরা বলবো না। আমরা ইম্প্রুভ করছি, সামনের দিকে আরও ইম্প্রুভ করবো। আমাদের বিষয় নিয়ে নাক গলানোর কোনো প্রয়োজন মনে করছি না।’

এ সময় বৈশ্বিক সংকট নিরসনে ইউক্রেন যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে কূটনৈতিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপি যেসব দেশের কূটনীতিকদের কাছে নালিশ করে বেড়াচ্ছে, সেইসব দেশে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নেই বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘দেশে ১৪ মাস পরে যে নির্বাচন, সে নির্বাচনকে কেন্দ্র করে অনেক চক্রান্তের খেলা চলছে। সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে নালিশ পার্টি গুলশান ও বারিধারায় যায়, নালিশ জানাতে।’

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দশমী পর্যন্ত সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

কাদের বলেন, 'নির্বাচন কেন্দ্র করে অনেক চক্রান্ত হচ্ছে।' তিনি বলেন, 'দুর্বৃত্ত দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপায়। কাজেই আপনাদের সতর্ক থাকতে হবে।'

মন্ত্রী বলেন, 'অপশক্তি এখন মাঠে নেমেছে। আমাদের কামনা থাকবে এই অপশক্তির বিনাশ হোক।'

 

আরপি/ এসএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top