রাজশাহী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


মাহবুব তালুকদারের মৃত্যুতে ফখরুলের শোক


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ০২:৫৪

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০১:০৮

ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ আগস্ট) এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, একজন মাহবুব তালুকদার ছিলেন, যার কল্যাণে নির্বাচন কমিশনার থাকাকালীন দেশের নির্বাচনে প্রাতিষ্ঠানিক অনেক ফাঁক-ফোকরের কথা দেশবাসী জানতে পেরেছিলেন। দেশের চলমান নির্বাচনি ব্যবস্থার গলদ এখন সবার কাছে স্পষ্ট। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

এর আগে বুধবার বেলা ১২টার দিকে মাহবুব তালুকদার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে চিকিৎসকরা জানান, মাহবুব তালুকদার ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। পরে বেলা ১২টা ৪৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই নির্বাচন কমিশনার।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে দেশের বাইরে নিতে চাইলেও শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তা সম্ভব হয়নি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান মাহবুব তালুকদার। দায়িত্ব পালনের সময় ভোটে অনিয়ম, কারচুপি সংক্রান্ত ইস্যু নিয়ে নিজের অবস্থান তুলে ধরে বক্তব্য রেখে আলোচনায় ছিলেন তিনি।

আরপি/ এসএইচ ০২

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top