রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


জাতিসংঘের প্রতিনিধিকে মানবাধিকারের পরিস্থিতি জানাল বিএনপি


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০৫:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২১:৪০

সংগৃহিত

বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে প্রতিনিধিদলকে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়েছে বিএনপি।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল রনি মুনগোবেনের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস।

৫০ মিনিট বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের আসাদুজ্জামান আসাদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাকে বলেছি।'

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি যেটা পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়ে।'

হাইকমিশনার কী বলেছেন জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিট ব্যাক দেবেন না আমাদের। আপনাদের সঙ্গে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ সম্মেলন আছে বিকালে সেখানে হয়ত বলবেন।'

বৈঠক শেষে বেরোনোর সময় শ্যামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে। সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে।'

 

আরপি/ এসএইচ ০৭

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top