গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত নেতা কর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা চত্বরে উপজেলা ও রহনপুর পৌর বিএনপি সহ অংঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় ।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাইরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন,সাদিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ প্রমূখ।পরে দোয়া ও মোনাজাত করা হয়।
বিষয়: বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী
আপনার মূল্যবান মতামত দিন: