রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ব্যর্থতা ছাড়া এই সরকারের কিছুই অর্জন নেই: ফখরুল


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:৪২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:৩৬

ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারদিকে ব্যর্থতা ছাড়া এই সরকারের অর্জন কিছুই নেই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে তাতে দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না। বরং বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠবে।

বিবৃতিতে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় শনিবার আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মূলতঃ দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার নেতৃবৃন্দের মূলোৎপাটন ঘটাতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে, জুলুম চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, চাল-ডাল-লবণ-পেঁয়াজের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে এখন চারদিকে শুধু হাহাহার শুরু হয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের ওপর দমননীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ধরনের অপকর্ম করে সরকার তাদের পতন ঠেকাতে পারবে না।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top