রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


রাস্তা বন্ধ করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ২১:২৩

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ২২:৩৩

ছবি: সংগৃহিত

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। এতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশটি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগেই ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থান দেখা গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশটির সঞ্চালনা করবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। এছাড়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা মহানগ এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

 

আরপি/ এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top