রাজশাহী সোমবার, ২রা অক্টোবর ২০২৩, ১৮ই আশ্বিন ১৪৩০


ছাত্রলীগ কর্মীদের পুলিশে চাকরির সুযোগ চান এমপি


প্রকাশিত:
২৯ জুলাই ২০২২ ০৫:৩৯

আপডেট:
২৯ জুলাই ২০২২ ০৬:২০

ছবি: সংগৃহিত

ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না। তাই ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশে চাকরি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।

তিনি বলেন, ছাত্রলীগের ছেলেদের জন্য আমরা এমপি হয়েও রিকোয়েস্টের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইভায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলে-মেয়েরা কিছুটা হলেও চাকরি পাবে। আমার এই মিনতি মন্ত্রীর কাছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

 

আরপি/ এসএইচ ০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top