ঘোড়াঘাটে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র এবং প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও যুবলীগ ও সহযোগী সংগঠন।
শনিবার (৪ জুন) বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট গাইবান্ধা মোরে একটি বিক্ষোভ সমাবেশ করে।
পৌর যুবলীগের উদ্যোগে যুগ্ম আহ্বায়ক মুরাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহমেদ নান্নু,সন্জু মন্ডল, ইদায় আলী নাহিদ,মাসুম মিয়া,আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগ মাসুদ রানা সহ অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় পৌর যুবলীগের ওয়ার্ড নেতাকর্মীসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১০
বিষয়: ঘোড়াঘাট বিক্ষোভ মিছিল সমাবেশ
আপনার মূল্যবান মতামত দিন: