রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


‘নির্বাচন নিয়ে টালবাহানার রেকর্ড নেই আ.লীগের’


প্রকাশিত:
৪ জুন ২০২২ ১০:৩৮

আপডেট:
৫ মে ২০২৪ ২১:২৬

ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের টালবাহানা করার রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘এ রেকর্ড বিএনপির আছে।’

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোড এলাকায় নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে ক্ষমতায় থাকাকালে জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানা টালবাহানা করেছিল। কিন্তু জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। দেশের জনগণ বিএনপিকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিয়েছিল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক পদ্ধিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির একমাত্র আওয়ামী লীগেই আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে সবসময় নেতিবাচক কথাবার্তাই বলে চলেছে।’

হানিফ বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এ ধরনের নেতিবাচক কথাবার্তা বলছেন।’

কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদিসহ দলটির নেতাকর্মীরা হানিফের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top