রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


দরজার সামনে কাফনের কাপড়, নির্বাচন থেকে সরলেন প্রার্থী


প্রকাশিত:
২০ মে ২০২২ ০০:০২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৫০

ফাইল ছবি

ঘরের দরজার সামনে কাফনের কাপড় পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থী।

ওই প্রার্থীর নাম কাজী নাজমুল ইসলাম লিটু। তিনি জাতীয় পার্টির সহযোগী সংগঠন ও যুব সংহতির জেলার যুগ্ম আহ্বায়ক। নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।

বুধবার (১৮ মে) সোনাগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বিষয়টি জানিয়েছেন।

ওইদিন বিকেলে কাজী নাজমুল ইসলাম লিটু বলেন, ‘মুগড়াপাড়া ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে গত ১২ মে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র কিনেছিলাম। মঙ্গলবার ফরম জমা দেওয়ার কথা ছিল, কিন্তু কে বা কারা সকালেই আমার খানপুর এলাকার ঘরের দরজার সামনে একটি প্যাকেট রেখে যায়। প্যাকেট খুলে দেখি কাফনের কাপড়। এ ঘটনার পর আমার মাসহ পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। সন্ধ্যায় আমার ফেসবুক আইডিতে স্থানীয় জনগণকে জানিয়ে দেই, আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি মোটেও আতঙ্কিত বা বিচলিত হইনি। তবে আমার পরিবার ও কর্মীদের বিষয় চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ এর আগেও আমাকে ও আমার কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে, তারা আমাকে পরিবারিকভাবে দুর্বল করতে চেয়েছে। তারা সামনে আরও বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে ভেবে আমার মা নির্বাচন থেকে সরে যেতে বলেছেন। আমি মায়ের নির্দেশ পালন করেছি।’

সোনাগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান বলেন, ‘কাফনের কাপড় দেওয়ার ঘটনাটি আমার জানা নেই। ওই প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছিলেন, কিন্তু জমা দেননি। এ বিষয়েও তিনি কিছুই জানাননি।’

নির্বাচন কর্মকর্তা আরও জানান, আগামী ১৫ জুন অষ্টম ধাপে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি ও ইসলামী আন্দোলনের প্রার্থী দেলোয়ার হোসেনসহ ছয়জন।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top