রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ইভিএম-টিভিএম বুঝি না:মির্জা ফখরুল


প্রকাশিত:
১৩ মে ২০২২ ০০:৪৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:২৬

ছবি: সংগৃহীত

ইভিএম নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই বিএনপি এতে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত সাইকেল র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ৬০০’র বেশি নেতাকর্মী গুম হয়েছে। গায়েবি মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে। আমরা ইভিএম-টিভিএম বুঝি না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি না দিলে বিএনপি নির্বাচনে যাবে না।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। কোনো দলীয় সরকারের অধীনে রাতের ভোটে আমরা অংশগ্রহণ করবো না। আজকের এই র‌্যালির মাধ্যমে দেশের প্রতি আমরা বার্তা দিতে চাই, আসুন একসঙ্গে মিলিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করি। মাঠে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলি।

এদিকে দুপুর সাড়ে ১২টায় লালমিনরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে সাইকেল র‌্যালি শুরু হয়। প্রায় ৫ হাজার সাইকেল বহর নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন অনেকে। এই সাইকেল র‌্যালিতে লালমনিরহাট জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

র‌্যালি শেষে বিকেলে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২০২২ শুভ উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top