পানি ঘোলা করলেও বিএনপি ভোটে আসবে
-2022-04-16-13-13-01.jpg)
দলীয় সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে আসবে না বললেও শেষ পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নেবে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বিএনপিকে গাধার সঙ্গে তুলনা করে বলেন, গাধার মতো যতই পানি ঘোলা করা হোক শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সংবিধান অনুযায়ী সেভাবেই নির্বাচন হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের মতো এত ভালোভাবে দেশ কেউ পরিচালনা করেনি। দেশের মানুষ অতীতে কখনও এত ভালো ছিল না।
কাদের বলেন, ‘দেশ চালাতে গেলে ছোটখাট ভুল হতে পারে। সব কাটিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে অন্য কেউ তা পারেনি। বিএনপির নেতারা শুধু সমালোচনাই করতে জানে, উন্নয়ন তাদের চোখে পড়ে না।’
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: