‘ইভিএমে ভোট জালিয়াতি সম্ভব নয়’
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির সুযোগ থাকতে পারে কিন্তু ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।’
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে।’
গতকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা ইভিএমে ভোট দেন। তিনি বলেন, ‘নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারেও কিছু সমস্যা দেখা দিয়েছিল।’
আরপি/এসআর-১৪
আপনার মূল্যবান মতামত দিন: