‘কেউ যেন ইভিএমের নির্বাচনে না যায়’

বড় ব্যবধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। পরাজিত করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে।
সোমবার এক প্রতিক্রিয়ায় তৈমূর বলেন, ‘আমি অনুরোধ করবো, কেউ যেন ইভিএমের নির্বাচনে না যায়। ইভিএম ভোট ডাকাতির বাক্স।’
গতকাল রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৫৯ হাজারের বেশি ভোট পেয়েছেন আইভী। তৈমূর পেয়েছেন ৯২ হাজার ভোট।
আরপি/এসআর-১৩
আপনার মূল্যবান মতামত দিন: